আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ফারজানা রাব্বী বুবলী
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ। ফুলছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলীর আয়োজনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
বিজ্ঞাপন