চট্টগ্রাম-কলকাতাগামী গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের আসনের নিচ থেকে ১০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাসটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌঁছলে বিজিবি সদস্যরা তাতে তল্লাশি চালিয়ে সোনার বারগুলো পান।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম থেকে গ্রিন লাইন পরিবহনের একটি বাস বেনাপোলের দিকে আসছে এবং ভারতে পাচার করার জন্য ওই বাসে একটি সোনার চালান আনা হচ্ছে—এমন গোপন সংবাদ আসে আমাদের কাছে।
বিজ্ঞাপন