kalerkantho

বুধবার । ২৯ জুন ২০২২ । ১৫ আষাঢ় ১৪২৯ । ২৮ জিলকদ ১৪৪৩

স্বপ্ন, পদ্মা ও সেতু

একসঙ্গে তিন শিশুর জন্ম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল   

২৪ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএকসঙ্গে তিন শিশুর জন্ম

স্বজনদের কোলে তিন যমজ

নারায়ণগঞ্জ ও কুমিল্লার পর এবার বরিশালে তিন নবজাতকের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু। গতকাল বৃহস্পতিবার সকালে বরিশালের একটি ক্লিনিকে তিন কন্যাসন্তানের জন্ম দেন নুরুন্নাহার বেগম নামের এক নারী। পদ্মা সেতু নিয়ে আনন্দের সঙ্গে নতুন তিন সন্তানের আগমনে খুশিতে আত্মহারা নুরুন্নাহারের পরিবার।

শিশুদের বাবা বাবু সিকদার বলেন, ‘আগামী শনিবার পদ্মা সেতুর উদ্বোধন।

বিজ্ঞাপন

তার দুই দিন আগে আমার ঘর আলো করে একসঙ্গে তিন কন্যাসন্তান এসেছে। পদ্মা সেতু উদ্বোধনের সময়ে ওদের জন্ম। তাই যমজ শিশুদের নাম রেখেছি স্বপ্ন, পদ্মা ও সেতু। ’

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া এলাকার বাসিন্দা সুলতান সিকদারের ছেলে বাবু জানান, বৃহস্পতিবার সকালে তাঁর স্ত্রী নুরুন্নাহারের প্রসব বেদনা ওঠে। এরপর অটোরিকশা ভাড়া করে স্ত্রীকে নিয়ে আসেন নগরীর সদর রোডের ডা. মোকলেছুর রহমান হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে একে একে তিন কন্যাসন্তানের জন্ম হয়। মা ও যমজ সন্তানরা সবাই সুস্থ আছে বলে জানান তিনি।

 

 সাতদিনের সেরা