রাঙামাটি শহরের তবলছড়ির এডিসি হিল এলাকার দুই স্কুলছাত্র কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে ডুবে মারা গেছে। গতকাল বুধবার বিকেলে শহরের শেষ প্রান্তে অবস্থিত বিজিবি সেক্টর সদর দপ্তরের পাশে আমিনা পাহাড় এলাকা সংলগ্ন হ্রদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া দুই শিশুর একজন মাহিদুর রহমান মুহিত (১১)। সে এডিসি হিল এলাকার মুশিকুর রহমানের ছেলে এবং শাহ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র।
বিজ্ঞাপন
রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিত্সক তিশা চাকমা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। এর আগেই তারা মারা গেছে। এদিকে শহরের এডিসি হিল এলাকায় প্রতিবেশী দুই ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।