গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আক্কাস আলীকে চাকরি থেকে স্থায়ী অব্যাহতির দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগটির শিক্ষার্থীরা।
গতকাল বুধবার সকাল ১০টা থেকে একাডেমিক ভবনে সিইসি বিভাগের সামনে অবস্থান নেন তাঁরা। এ সময় তাঁরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের এপ্রিলে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আট সেমিস্টারের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল বশেমুরবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্কালীন চেয়ারম্যান আক্কাস আলীকে।
বিজ্ঞাপন