kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

সংক্ষিপ্ত

সেতুর শাটারিং খুলে পড়ে শ্রমিক নিহত

ধুনট (বগুড়া) প্রতিনিধি   

২৩ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ার ধুনট পৌর এলাকায় নির্মাণাধীণ একটি সেতুর শাটারিংয়ের একটি খুঁটি খুলে পড়ে লুতু প্রামাণিক (৬৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে। গতকাল ধুনট-শেরপুর সড়কে নির্মাণাধীন ওই সেতুতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কোব্বাত আলী (৬০) নামের এক শ্রমিক আহত হন।

বিজ্ঞাপন

তিনি একই গ্রামের আজবুল্লাহর ছেলে। সেতুতে কর্মরত শ্রমিকরা জানান, অন্যান্য দিনের মতো সকাল থেকে তাঁরা ২০ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। লুতু ও কোব্বাত ওই সেতুর নিচে মাটি সরানোর কাজ করছিলেন। হঠাৎ সেতুর শাটারিংয়ের একটি কাঠের খুঁটি তাঁদের গায়ের ওপর পড়লে মারা যান লুতু। আর কোব্বাত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

 

 সাতদিনের সেরা