কুলাউড়া উপজেলার ভুকশিমইলে গত সোমবার রাতে ডাকাত সন্দেহে মৌলভীবাজার গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শককে (এএসআই) আটক করে এলাকাবাসী। ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে থানার পুলিশ গিয়ে আবু আহমদ সুজনকে উদ্ধার করে।
স্থানীয় লোকজন জানায়, বন্যার কবলে উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ। সেই সঙ্গে রাতে নৌকাযোগে ডাকাতির একটা গুজব রয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে আবু আহমদ সুজন জানান, সোমবার রাজনগর উপজেলার টেংরায় মাদক মামলার আসামি গ্রেপ্তারের পর সোর্স শাহীনকে তাঁর গ্রামের বাড়িতে পৌঁছে দিতে যান তিনি। সেখান থেকে ফেরার পথে নৌকা দেখে স্থানীয়রা মুক্তাজিপুর এলাকায় চিৎকার ও শোরগোল শুরু করে।