জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বদরুল হাসানের বিরুদ্ধে স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচটি পুরনো গাছ কেটে বিক্রি করার অভিযাগ উঠেছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
জানা গেছে, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর পর্যায়ক্রমে সেখানে বেশ কিছু বনজ গাছ লাগানো হয়। গাছগুলোর বয়স প্রায় অর্ধশত বছর।
বিজ্ঞাপন
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা বলেন, গত মাসিক সভায় গাছ কাটার বিষয় নিয়ে স্বাস্থ্য কর্মকর্তা আলোচনা করলে তা গৃহীত হয়।