kalerkantho

শুক্রবার । ১ জুলাই ২০২২ । ১৭ আষাঢ় ১৪২৯ । ১ জিলহজ ১৪৪৩

বগুড়ায় চলন্ত বাসে আগুন

বগুড়া অফিস   

২৩ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ায় চলন্ত বাসে আগুন

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় বগুড়া-রংপুর মহাসড়কে নাবিল পরিবহনের একটি চলন্ত বাসে গত রবিবার রাত ১২টায় এসি বিস্ফোরিত হয়ে আগুন লাগে। তবে এতে কেউ হতাহত হননি। ছবি : কালের কণ্ঠ

বগুড়া-রংপুর মহাসড়কে নাবিল পরিবহনের চলন্ত এসি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় বাসটি পৌঁছলে আগুনের বিষয়টি যাত্রীদের নজরে আসে। অগ্নিকাণ্ডে বাসটি পুড়ে ভস্মীভূত হলেও ভেতরে থাকা ২২ যাত্রীসহ চালক ও হেলপার রক্ষা পেয়েছেন।

স্থানীয়রা জানায়, রাতে নাবিল পরিবহনের একটি এসি বাস দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

বিজ্ঞাপন

শিবগঞ্জের মোকামতলা এলাকায় পৌঁছলে হঠাৎ বাসটিতে আগুন লেগে যায়। ঘটনার পরপরই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মনোয়ারুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটি পুড়ে গেলেও কেউ আহত হননি।

 সাতদিনের সেরা