ঢাকার ধামরাই পৌরসভার বরাদনগর আবাসিক এলাকার একটি ঝোঁপ থেকে উদ্ধার করা নবজাতক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। এর আগে ওই নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে ধামরাই থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, গতকাল সোমবার ভোরে বরাদনগর মহল্লার একটি ঝোঁপের মধ্যে এক নবজাতকের কান্না শুনতে পান ওয়াসিম হোসেন নামের এক সংবাদকর্মী। তিনি এগিয়ে গিয়ে দেখতে পান মাথায় জখম হওয়া অবস্থায় এক নবজাতক পড়ে আছে।
বিজ্ঞাপন
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নুর রিফফাত আরা বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে শিশুটি মারা গেছে। ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।