kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

কনটেইনার ডিপোতে আগুন

৬৯ পরিবারকে সাড়ে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২১ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় হতাহতদের মধ্যে ৬৯ পরিবারকে পাঁচ কোটি ৬৭ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিএম কনটেইনার ডিপোর মালিকপক্ষ স্মার্ট গ্রুপের পক্ষ থেকে ক্ষতিপূরণ হিসেবে এসব টাকা দেওয়া হয়।

চট্টগ্রাম সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে হতাহতদের পরিবারের প্রতিনিধিদের কাছে চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, ওই দুর্ঘটনায় মারা যাওয়া ফায়ার সার্ভিসের ১০ কর্মীর প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ এবং নিখোঁজ তিনজনের প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গুরুতর আহত, অর্থাৎ অঙ্গহানি হয়েছে, এমন ৯ জনের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা, আহত হয়ে চিকিৎসাধীন পাঁচজনের প্রতি পরিবারকে ছয় লাখ টাকা করে দেওয়া হয়েছে।

 সাতদিনের সেরা