kalerkantho

বৃহস্পতিবার । ১১ আগস্ট ২০২২ । ২৭ শ্রাবণ ১৪২৯ । ১২ মহররম ১৪৪৪

নদীতে ঝাঁপ, মা ও মেয়ে নিখোঁজ

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর   

২০ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরের কাপাসিয়ায় গতকাল রবিবার দুপুরে দুই মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেন মা। এ ঘটনায় এক মেয়ে উদ্ধার হলেও মা ও আরেক মেয়ে এখনো নিখোঁজ। উপজেলার সিংহশ্রী বরামা সেতুসংলগ্ন এলাকায় বানার নদীতে ঘটনাটি ঘটে। উদ্ধার হওয়া মেয়ের নাম তাহমিনা আক্তার (৯)।

বিজ্ঞাপন

সে কাপাসিয়ার বিরাদিয়া গ্রামের মৃত আবদুল মালেকের মেয়ে। মায়ের নাম আরিফা আক্তার (৪০) ও ছোট বোন মুর্শিদা আক্তার (৭)। আরিফার ভাই এমারত হোসেন জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে আরিফা মানসিকভাবে বিপর্যস্ত। তাহমিনা জানায়, নতুন জামাকাপড় ও জুতা কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তাঁর মা। ঘোরাঘুরির এক পর্যায়ে বানার নদীর পারে যান সবাই। সেখানে গিয়ে কিছু বুঝে ওঠার আগেই দুজনের হাত ধরে নদীতে ঝাঁপিয়ে পড়েন মা।

 

 

 সাতদিনের সেরা