kalerkantho

সোমবার । ২৬ সেপ্টেম্বর ২০২২ । ১১ আশ্বিন ১৪২৯ ।  ২৯ সফর ১৪৪৪

পাবিপ্রবি কর্মকর্তাদের মানববন্ধন

পাবনা প্রতিনিধি   

২০ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রণয়ন হতে যাওয়া নীতিমালাকে বৈষম্যমূলক উল্লেখ করে এর প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন (বাআবিঅফ) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার সকালে পাবিপ্রবি ক্যাম্পাসে এই মানববন্ধন করেন তাঁরা।  

বক্তারা তাঁদের পদোন্নতি, বেতন বৈষম্য ও চাকরি মেয়াদকালজনিত জটিলতার সমাধান বিষয়ক ১২টি দাবি  তুলে ধরে বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রশ্নে আমরা একটি বড় চালিকাশক্তি। বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রসঙ্গে আমাদের অবদানও উল্লেখযোগ্য।

বিজ্ঞাপনসাতদিনের সেরা