kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

শিক্ষার্থীকে মারধর ভিডিও প্রকাশ

প্রতিবাদে বিক্ষোভ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি   

৫ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিক্ষার্থীকে মারধর ভিডিও প্রকাশ

লালমনিরহাটের হাতীবান্ধায় গতকাল বিক্ষোভ করে কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালের কণ্ঠ

লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলার কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর ও ঘটনার ভিডিও প্রকাশ করার অভিযোগ পাওয়া গেছে এলাকার কয়েকজন ‘বখাটের’ বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই মারধরের ঘটনা ঘটে।

এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।

গতকাল শনিবার সকালে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় কেতকীবাড়ী বাজার প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

পরে ওই বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষার্থীরা।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, শিক্ষার্থীকে মারধর ও ভিডিও প্রকাশের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।সাতদিনের সেরা