লালমনিরহাটের হাতীবান্ধায় গতকাল বিক্ষোভ করে কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালের কণ্ঠ
লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলার কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর ও ঘটনার ভিডিও প্রকাশ করার অভিযোগ পাওয়া গেছে এলাকার কয়েকজন ‘বখাটের’ বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই মারধরের ঘটনা ঘটে।
এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।
গতকাল শনিবার সকালে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় কেতকীবাড়ী বাজার প্রদক্ষিণ করে।
বিজ্ঞাপন
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, শিক্ষার্থীকে মারধর ও ভিডিও প্রকাশের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।