নরসিংদীর রায়পুরায় আগাছানাশক বিষ দিয়ে এক কৃষকের দুই বিঘা জমির ধানক্ষেত নষ্টের অভিযোগ উঠেছে। উপজেলার চান্দেরকান্দি গ্রামের এ ঘটনায় গত বৃহস্পতিবার রায়পুরা থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী শাহানাজ বেগম। শাহানাজ বেগম জানান, তাঁর স্বামী ও এক ছেলে সৌদিতে থাকেন। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের জমিতে চাষ করতে গেলে চান্দেরকান্দির সিদ্দিক মিয়ার তিন ছেলে আবু কালাম, সবুজ মিয়া ও সৌরভ মিয়া পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।
বিজ্ঞাপন