লক্ষ্মীপুরে এক পরিবারের সবাইকে অচেতন করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দক্ষিণ মটবী গ্রামের দাশ বাড়িতে এ ঘটনা ঘটে। অচেতন হওয়া ব্যক্তিরা হলেন—কানুলাল দাস (৯০), কমলা রানী দাস (৭৫), রবি দাস (৪৮), সমীর দাস (৪৪), অংকন দাস (১৪), অহনা দাস (১২), নারায়ণ দাস (৭৫), লক্ষ্মী রানী দাস (৬৫), তিমু দাস (২৮) ও কান্তিলাল দাস (৭৫)। থানা পুলিশ ও ভুক্তভোগী পরিবারের স্বজনরা জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে কানুলালের পরিবারের সদস্যরা ঘুমাতে যান।
বিজ্ঞাপন