স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পাহাড়ের অনেক এলাকায় আমি ঘুরে দেখেছি, এখানকার মানুষ খুবই সাধারণ। তাদের কোনো চাহিদা নেই, তারা খুবই শান্তিপ্রিয়। তাহলে পাহাড়ের তিন জেলায় কেন এই রক্তপাত? আমরা ওয়াদা করছি, আপনাদের পাশে সব সময় পুলিশ বাহিনী থাকবে। সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের আমরা আইনের মুখোমুখি করব।
বিজ্ঞাপন
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি নিউ পুলিশ লাইনসে তিন পার্বত্য জেলায় তিনটি করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবি) হেডকোয়ার্টার্স ও ক্যাম্প এবং রাঙামাটিতে ডিআইজি আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এই পাহাড়ি এলাকার প্রেক্ষাপট একটু ভিন্ন। তাই চুক্তির শর্ত অনুসারে তিন পার্বত্য জেলায় প্রত্যাহারকৃত ২৩৮ সেনা ক্যাম্পে পর্যায়ক্রমে এপিবি ক্যাম্প স্থাপন করা হবে।