চাকরি দেওয়ার নাম করে তাঁরা হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। সেই টাকায় বাড়িসহ সম্পদের মালিক হয়েছেন—এমন অভিযোগ তাঁদের বিরুদ্ধে দীর্ঘদিনের। সেই অভিযোগের সূত্র ধরে গত বুধবার গভীর রাতে চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়া থেকে ১৮ লাখ ১৫ হাজার টাকাসহ এক অভিযুক্ত প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরে গ্রেপ্তার করা হয় তাঁর এক সহযোগীকেও।
বিজ্ঞাপন