kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

সংক্ষিপ্ত

চিকিৎসক গ্রেপ্তার মুচলেকায় জামিন

নাটোর প্রতিনিধি   

২৭ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাটোরে দুজন চিকিৎসকসহ পাঁচজনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশের পর একজন চিকিৎসক ও তাঁর মা-বাবাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বিকেলে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা আগামী সাত দিনের মধ্যে বিরোধ মীমাংসা করে নেবেন—এই মুচলেকা প্রদানের পর সাত দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন নাটোরের অতিরিক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলজার হোসেন। এর আগে গত বুধবার একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও গত এক মাসেও আসামিদের গ্রেপ্তার না করায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। এর আগে নাটোর জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী অজিত কুমার বিশ্বাস বাদী হয়ে ডা. সুমনা সরকারসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

বিজ্ঞাপন

 সাতদিনের সেরা