পাবনার প্রবীণ সাংবাদিক, দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার ও পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপনের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতের এ ঘটনায় বৃহস্পতিবার সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
হাবিবুর রহমান স্বপন বলেন, ‘বুধবার রাত ৯টার দিকে সাঁথিয়া থানার সামনে থেকে মোটরসাইকেলযোগে নিজ বাসায় যাওয়ার পথে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌঁছালে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী গতিরোধের চেষ্টা চালায়। পরিস্থিতি আঁচ করতে পেরে মোটরসাইকেলের গতি বাড়িয়ে তাদের অতিক্রমের চেষ্টা করলে তারা লাথি দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে।
বিজ্ঞাপন