নওগাঁর মহাদেবপুরে কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের দিয়ে ব্যক্তিগত জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা তথ্য সংগ্রহ ও ধান কাটার ছবি তুলতে গেলে ওই ইউপি সদস্য তাঁদের ওপর চড়াও হন। এ সময় বিভিন্নভাবে হুমকি প্রদান করেন তিনি।
কর্মসৃজন শ্রমিকদের ব্যক্তিগত কাজে লাগানোর অভিযোগ এনে মো. দুলাল হোসেন বাদী হয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিত অভিযোগ করেন।
বিজ্ঞাপন
অভিযোগ সূত্রে জানা গেছে, হাতুড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও বিলশিকারী গ্রামের মৃত গহের আলীর ছেলে আককাস আলী (মেম্বার) সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ না করিয়ে কর্মসৃজন কর্মসূচির ১৩ জন শ্রমিককে তাঁর নিজের জমিতে ধান কাটিয়ে নিচ্ছেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে স্থানীয় সাংবাদিকরা মাঠে গিয়ে ঘটনার সত্যতা পান। সেখানে দেখা যায়, আটজন শ্রমিক ধান কাটছেন। এর মধ্যে একজন বাদে সাতজনই কর্মসৃজন কর্মসূচির শ্রমিক বলে স্বীকার করেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুলতান হোসেন বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।