গৌরনদীর শরীফাবাদ গ্রামে গাবগাছের সঙ্গে শিকলবন্দি আলমগীর পাইক। ছবি : কালের কণ্ঠ
আট ফুট লোহার শিকলে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত জঙ্গলে বাঁধা রয়েছেন বরিশালের গৌরনদীর আলমগীর পাইক। অর্ধাহারে-অনাহারে, ঝড়-বৃষ্টি এমনকি প্রচণ্ড শীতেও তাঁকে জঙ্গলের একটি গাবগাছের সঙ্গে কয়েক টুকরা পলিথিনের মধ্যে কাটাতে হয়। এক-দুই দিন নয়, দীর্ঘ ৫০ বছরের নির্দয় বসতি আলমগীরের।
আলমগীর উপজেলার প্রত্যন্ত এলাকা শরীফাবাদ গ্রামের মৃত আবদুর রব পাইকের ছেলে।
বিজ্ঞাপন
২০ বছর আগে আলমগীরের বাবা এবং সাত বছর আগে মা মারা গেছেন। এরপর থেকে বড় ভাইয়ের বিধবা স্ত্রী মুকুল বেগম (৬৫) তাঁকে দেখভাল করেন। কিছু খাবারও দেন।
বর্তমানে আলমগীরকে দেখভাল করা তাঁর বড় ভাইয়ের বিধবা স্ত্রী মুকুল বেগম (৬৫) বলেন, ‘মানবিক কারণে আমরা তাকে খাওয়ার ব্যবস্থা করি। তার মা-বাবা থাকতে তাঁরাই দেখভাল করেছেন। ’ উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত কুমার বালা বলেন, ‘লোক পাঠিয়ে খবর নেব। ’