ছেলের বয়সী চার বিদ্রোহী প্রার্থী। এই ক্ষোভে, দুঃখে ও লজ্জায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রব বিশ্বাস।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আব্দুল আজিজের কাছে প্রত্যাহারের এ আবেদন করেন প্রার্থী।
রিটার্নিং অফিসার জানান, গতকাল মনোয়নপত্র প্রত্যাহারের দিন ছিল।
বিজ্ঞাপন
রব বিশ্বাসের ভাতিজা মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সহসভাপতি খাজা মইনদ্দীন বিশ্বাস লিটন জানান, আওয়ামী লীগ থেকে তাঁর চাচাকে মনোনয়ন দিলেও চারজন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের বিষয়ে সমাধান করে দেওয়ার জেলা আওয়ামী লীগের নেতাদের বলা হয়েছে। এক সপ্তাহব্যাপী কথা বলেও সমাধান হয়নি। তিনি আরো জানান, চাচা সব সময় বলে আসছেন, ‘আমার প্রতিপক্ষ হিসেবে যাঁরা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, সবাই আমার ছেলের বয়সী। তাঁদের সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা করা লজ্জার হবে। চাচার বয়স এখন ৮৮। ’