kalerkantho

রবিবার । ৩ জুলাই ২০২২ । ১৯ আষাঢ় ১৪২৯ । ৩ জিলহজ ১৪৪৩

ভোলায় এক মাসে পানিতে ডুবে ২০ শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি   

২৭ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভোলায় গত এক মাসে পানিতে ডুবে ২০ শিশুর মৃত্যু হয়েছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলেই এসব দুর্ঘটনা বেশি ঘটেছে।

এক সমীক্ষায় দেখা গেছে, পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে এসব দুর্ঘটনা বেশি ঘটে।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে লালমোহন থানা পুলিশের আয়োজনে ‘পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা’য় এসব তথ্য জানানো হয়।

লালমোহন থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্পডেস্কের উদ্যোগে আয়োজিত ‘পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা’য় প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহিরুল ইসলাম।

‘পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা’য় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সোয়েব আল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন প্রমুখ।সাতদিনের সেরা