চাঁপাইনবাবগঞ্জ ও কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
২৬ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাগলা নদীতে ডুবে হাবিবুর (১৩) ও তাহের (১০) নামের দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার কানসাট ইউনিয়নের কালভার্ট ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাবিবুর ঝাবুবাজার পুলিশমাইল গ্রামের মোস্তাকিনের ছেলে এবং তাহের বিশ্বনাথপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। এদিকে একই দিন মৌলভীবাজারের কমলগঞ্জে পানিতে ডুবে নিরালা উড়াং (১১) ও রিসিতা উড়াং (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
নিরালা পাথরটিলার শিবচরণ উড়াংয়ের মেয়ে এবং রিসিতা বাবুল উড়াংয়ের মেয়ে।