kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

এমসি কলেজের হলে ছাত্রীর ঝুলন্ত লাশ

সিলেট অফিস   

২৬ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটের এমসি কলেজের নতুন আবাসিক হল থেকে স্মৃতি রানী দাস (২০) নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার হলের চতুর্থ তলার ৪০৩ নম্বর কক্ষে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। স্মৃতি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার যুগল কিশোর দাসের মেয়ে। তিনি এমসি কলেজের ইংরেজি বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী এবং আবাসিক হলের ৩০৭ নম্বর কক্ষে থাকতেন।

বিজ্ঞাপন

পুলিশ ও হলের ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্মৃতি রানী দাসকে মঙ্গলবার রাত ২টা পর্যন্ত কক্ষে দেখেছেন সহপাঠিরা। এরপর যে যাঁর মতো ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে ওঠার পর স্মৃতি রানীকে তাঁর বিছানায় না পেয়ে দরজা খুলতে গেলে দরজা বাইরে থেকে বন্ধ পাওয়া যায়। পরে পাশের কক্ষের সহপাঠিদের সহযোগিতায় দরজা খোলার ব্যবস্থা হয়। কিন্তু স্মৃতিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।সাতদিনের সেরা