কক্সবাজারের চকরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র দুই ডাকাতদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক পক্ষের ছোড়া গুলিতে ও ধারালো অস্ত্রের কোপে নিহত হন হত্যা, ডাকাতিসহ একাধিক মামলার আসামি আমির হোসেন (৪৫)। গত সোমবার রাতে উপজেলার ডুলাহাজারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সর্দার আমির হোসেন উপজেলার ডুমখালী রিজার্ভপাড়ার কবির হোসেনের ছেলে।
বিজ্ঞাপন