kalerkantho

রবিবার । ৩ জুলাই ২০২২ । ১৯ আষাঢ় ১৪২৯ । ৩ জিলহজ ১৪৪৩

বিচারকের বাসায় চুরি

সিরাজগঞ্জ সংবাদদাতা   

২৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চৌকি আদালতের এক সহকারী জজের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিনিয়র সহকারী জজ (চৌকি) সোহেল রানার ভাড়া বাসার দরজার তালা ভেঙে চোরেরা টাকাসহ বেশ কিছু সামগ্রী নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রামবাড়ি মহল্লার কহর আলী ও কান্দাপাড়ার সাইদুল ইসলাম নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ওই আদালতের সেরেস্তাদার আমিরুল মোমেন খান জানান, আদালতের দক্ষিণ পাশে নান্নু মিয়ার তিনতলা ভবনের নিচতলায় সিনিয়র সহকারী জজ (চৌকি) সোহেল রানা ভাড়া থাকেন।

বিজ্ঞাপন

সকালে তিনি বাসায় তালা দিয়ে অফিসে আসেন। দুপুরে পিয়ন গিয়ে দরজা ও আলমারির তালা ভাঙা দেখতে পান। পরে জানা যায়, চোরেরা দুটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন ও টাকা নিয়ে গেছে।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।সাতদিনের সেরা