সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চৌকি আদালতের এক সহকারী জজের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিনিয়র সহকারী জজ (চৌকি) সোহেল রানার ভাড়া বাসার দরজার তালা ভেঙে চোরেরা টাকাসহ বেশ কিছু সামগ্রী নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রামবাড়ি মহল্লার কহর আলী ও কান্দাপাড়ার সাইদুল ইসলাম নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ওই আদালতের সেরেস্তাদার আমিরুল মোমেন খান জানান, আদালতের দক্ষিণ পাশে নান্নু মিয়ার তিনতলা ভবনের নিচতলায় সিনিয়র সহকারী জজ (চৌকি) সোহেল রানা ভাড়া থাকেন।
বিজ্ঞাপন
শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।