কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী পারভেজ খান ইমরানকে ঢাকায় ডেকেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ইমরানের সঙ্গে তাঁর বোন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুম সুলতানা সীমাকেও ডাকা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তাঁদের নিয়ে আলোচনায় বসেন দলের শীর্ষস্থানীয় নেতারা। এ সময় তাঁরা ইমরানকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন।
বিজ্ঞাপন
ফলে কুমিল্লা নগরীতে এখন ক্ষমতাসীন দলের একক প্রার্থী হিসেবে থাকছেন আরফানুল হক রিফাত। নৌকা প্রতীক নিয়ে তিনি আগামী ১৫ জুন অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আওয়ামী লীগ কুমিল্লায় মেয়র প্রার্থী হিসেবে ওই নগর কমিটির সাধারণ সম্পাদক রিফাতকে মনোনয়ন দিলে বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ইমরান।
তাঁকে ভোটের মাঠ থেকে সরাতে গতকাল ঢাকায় ডেকে আনা হয়। সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘আমাদের বৈঠক ফলপ্রসূ হয়েছে, ইমরান বসে যাবে। ’ তবে ইমরান সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।