হবিগঞ্জে ফেসবুক ও টিকটকের মাধ্যমে প্রেম ও পরে বিয়ে করে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভারতে পাচারের ঘটনায় মূল অভিযুক্ত সোহেল মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের কিবরিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার সকালে মৌলভীবাজার শহর থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্প।
এর আগে গত ২১ মে লালমনিরহাটের পাটগ্রাম থানায় সোহেলসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী তরুণী।
বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব-৯-এর হবিগঞ্জ ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার নাহিদ হাসান তাঁর কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি জানান, ফেসবুকে প্রেমের সম্পর্ককে কাজে লাগিয়ে ভুক্তভোগী তরুণীকে বিয়ে করেন সোহেল। বিয়ের পর তাঁকে ভারতে পাচার করেন তিনি। পরে সহযোগীদের নিয়ে ভারতে ওই নারীকে ধর্ষণ করেন সোহেল।