চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদকে ১ নম্বর ও এসি ল্যান্ড মিথিলা দাসকে ২ নম্বর আসামি দিয়ে পাঁচজনের বিরুদ্ধে একটি পাকা বসতবাড়ি ভাঙচুরের মামলা করা হয়েছে। সেই সঙ্গে নগদ অর্থ ও আসবাবপত্র নিয়ে যাওয়াসহ ১৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে। গতকাল মঙ্গলবার দুপুরে মামলার বাদী ও বাড়ির মালিক নাচোলের কসবা ইউনিয়নের উজিরপুর এলাকার কামাল উদ্দিনের ছেলে আব্দুর রশিদের উপস্থিতিতে শুনানি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত, নাচোল) হুমায়ন কবির। পরে মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ জুনের মধ্যে নাচোল থানার ওসিকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।
বিজ্ঞাপন
ইউএনও শরিফ আহম্মেদ বলেন, ‘ওই দিন সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গার অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। কোনো বাড়ি ছিল না। ’