কুড়িগ্রামের রাজারহাটে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি, অর্থ লুট ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগ এনেছে একটি পরিবার। গতকাল কুড়িগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে উপজেলার মেকুরটারী দালালীপাড়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে জিয়াউর রহমানের পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জিয়াউর রহমানের ছেলে সাজ্জাদ হোসেন বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তারা তাঁকে সত্ভাবে বাঁচার সুযোগ দিচ্ছেন না। টাকা না দিলে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন