টাঙ্গাইলের মির্জাপুরে ধান নষ্টের বিষয়টি জানালে ক্ষতিগ্রস্ত কৃষকদের ভয়ভীতি প্রদর্শন করেন এসকেবি ইটখোলার মালিক মো. সাইজুদ্দিন। ওই ইটখোলার কালো ধোঁয়ায় উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া ও মহেড়া ইউনিয়নের হিলড়া গ্রামের প্রায় ২০ একর জমির ধান নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা মৌখিকভাবে বিভিন্ন স্থানে অভিযোগ করেও এর প্রতিকার পাচ্ছেন না।
থলপাড়া গ্রামের আলী হোসেন (৭৫) বলেন, কয়েক দিন আগে ইটখোলার আগুন নেভানো হয়।
বিজ্ঞাপন
ইটখোলা মালিক সাইজুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘অনেক আগেই আমার ইটখোলার আগুন নেভানো হয়েছে। ’