kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি   

২৩ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের দশম শ্রেণির ওই ছাত্রীর (১৫) বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাখাওয়াত হোসেন ওই বাড়িতে উপস্থিত হয়ে ছাত্রীটির বাল্যবিবাহ বন্ধ করে দেন।

এ সময় ১৮ বছর না হওয়া পর্যন্ত ওই ছাত্রীকে বিয়ে করা হবে না বলে মুচলেখা দেয় ছেলেপক্ষ।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট থানার এসআই মনিরুজ্জামান, ইউপি সদস্য রুস্তম মিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা