kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

বাল্যবিবাহ বন্ধ বাবার জরিমানা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি   

২২ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রামের এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী। মেয়ের বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না—এমন মুচলেকা নেওয়া বাবার কাছ থেকে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রামে দশম শ্রেণির ওই স্কুলছাত্রীর বিয়ের আয়োজন চলছিল।

বিজ্ঞাপন

গোপনে খবর পেয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী। পরে ওই বিয়ে বন্ধ করা হয়।সাতদিনের সেরা