পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অভিযোগপত্র দাখিল করেছে। এটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গত ১২ মে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলাটি তদন্ত করে দুর্নীতি দমন কমিশনের সমন্ব্বিত পটুয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ওয়াজেদ আলী গাজীর নেতৃত্বে তিন সদস্যের একটি দল। মামলায় প্রকাশ, মো. রিয়াজ মিয়া ২০২০ সালে চেয়ারম্যান মো. নাসির উদ্দিন (৪৬) ও একই এলাকার মো. খলিলুর রহমানের (৫০) বিরুদ্ধে একটি মামলা করেন।
বিজ্ঞাপন