ক্যাম্পাসে বখাটেদের ইভ টিজিং ও বহিরাগতদের প্রবেশ বন্ধসহ সাত দাবিতে গতকাল বিক্ষোভ সমাবেশ করেন বরিশালের গৌরনদীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন। শিক্ষার্থীরা জানান, স্থানীয় বখাটেরা ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রীদের প্রায়ই উত্ত্যক্ত করে। গত শক্রবার সন্ধ্যায় পাঁচ-ছয়জন বখাটে ছাত্রীদের উত্ত্যক্ত করে।
বিজ্ঞাপন