kalerkantho

রবিবার । ৩ জুলাই ২০২২ । ১৯ আষাঢ় ১৪২৯ । ৩ জিলহজ ১৪৪৩

উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

রংপুর অফিস   

২১ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউপবৃত্তির টাকা আত্মসাৎ, ফরম ফিলাপ, সেশন ও পরীক্ষার অতিরিক্ত ফি আদায় এবং স্কুলের তহবিল তছরুপের অভিযোগে রংপুরের গঙ্গাচড়ার আলদাতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় লোকজন।

শুক্রবার সকালে মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণকারীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ মহন্ত শিক্ষার্থীদের উপবৃত্তির কিছু টাকা কাটছাঁট করে প্রদান করেন। এ ছাড়া সেশন ও পরীক্ষার ফি এবং ফরম ফিলাপে অতিরিক্ত টাকা দিতে বাধ্য করেন তিনি।

তাদের দাবি, রক্ত পরীক্ষার নামেও টাকা উত্তোলন করেছেন ওই শিক্ষক।

বিজ্ঞাপন

এ ছাড়া স্কুলের হিসাব-নিকাশের কোনো ধরনের বই না থাকায় প্রধান শিক্ষক সব কিছু নিজের পকেটস্থ করেছেন। এসব বিষয় জানিয়ে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের কাছে আবেদন করেও কোনো সুরাহা মেলেনি বলে দাবি স্থানীয়দের।সাতদিনের সেরা