নীলফামারীর সৈয়দপুরে তিনটি ইটখোলার বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় ফসলের ক্ষয়ক্ষতির বিষয়ে উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়েছে। গত ১৭ মে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইনের কাছে প্রতিবেদনটি দাখিল করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সৈয়দপুর উপজেলার সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত তিনটি ইটখোলা এআরএস ব্রিকস, এমবিএস ব্রিকস ও এমএএস ব্রিকসের বিষাক্ত ধোঁয়ায় উঠতি ইরি-বোরো ধানের ক্ষতি হয়েছে। এতে উল্লেখিত এলাকার ৫৬ জন কৃষকের ৩.১৬ একর জমির ইরি-বোরো ধান নষ্ট হয়েছে।
বিজ্ঞাপন