বগুড়ার ধুনটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে এক কৃষক দম্পতিকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন উপজেলার পিরহাটি গ্রামের আমজাদ হোসেনের ছেলে আবু সুফিয়ান (৪০) ও তাঁর স্ত্রী লিলি খাতুন (৩৫)।
বিজ্ঞাপন
এ ঘটনায় আবু সুফিয়ান বাদী হয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এতে বলা হয়, উপজেলার পিরহাটি গ্রামের প্রতিবেশী আলী আকবরের ছেলে মনিরুজ্জামান জামালের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রয়েছে কৃষক আবু সুফিয়ানের। গতকাল সকালে আবু সুফিয়ান মনিরুজ্জামানের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তাঁকে মনিরুজ্জামান ও তাঁর লোকজন পেটান।