kalerkantho

রবিবার । ৩ জুলাই ২০২২ । ১৯ আষাঢ় ১৪২৯ । ৩ জিলহজ ১৪৪৩

হিলিতে ঝড়ে ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি ও ধানের ব্যাপক ক্ষতি

হিলি প্রতিনিধি   

২১ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেহিলিতে ঝড়ে ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি ও ধানের ব্যাপক ক্ষতি

দিনাজপুরের হিলিতে গত বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়ে। মাঠে থাকা বেশির ভাগ জমির ধান হেলে পড়েছে ও পানিতে ডুবে গেছে। ভুট্টা ও মরিচের ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : কালের কণ্ঠ

কালবৈশাখী ঝড়ে দিনাজপুরের হিলিতে ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি, গাছপালা ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড় শুরু হলে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়ে। ঝড়ে মাঠে থাকা বেশির ভাগ জমির ধান হেলে পড়েছে ও পানিতে ডুবে গেছে। ভুট্টা ও মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে বন্ধ হয় বিদ্যুৎ সঞ্চালন। বিদ্যুৎ বিভাগ গাছ সরিয়ে ছেঁড়া তার মেরামতের কাজ করছে। এ অবস্থায় ক্ষতি কমাতে কৃষি অফিস দ্রুত এসব ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, এরই মধ্যে জমির ধান সব পেকে গেছে। কিন্তু শ্রমিকসংকটের কারণে ধান ঘরে তোলা হয়নি।

এদিকে হাকিমপুর পৌর শহরের ধরন্দা ফকিরপাড়া গ্রামের আমির হোসেনের মাটির ঘরের টিনের চালাটি ঝড়ে উড়িয়ে নিয়ে যায়। তিনি বলেন, ‘আমি একজন শ্রমিক। আমার আয় দিয়ে কোনোমতে সংসার চালাই। এদিকে আমার স্ত্রীও অসুস্থ। কালকে রাতের ঝড়ে ঘরের টিনের চালাটি উড়িয়ে আঙিনায় ফেলে দেয়। ’

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ সুলতানা বলেন, ‘উপজেলার ৮৫ শতাংশ জমির ধান কাটা শেষ পর্যায়ে। অল্প কিছু জমির ধান কাটা বাকি ছিল। তবে গত রাতের ঝড় ও বৃষ্টিতে জমির ধান হেলে পড়েছে। যেহেতু ধান সব কাটার উপযোগী হয়ে পড়েছে, তাই হেলে পড়া এসব ধান দ্রুত কেটে নিলে ক্ষতি খুব বেশি হওয়ার কথা নয়। ’সাতদিনের সেরা