টাঙ্গাইল জেলার বাসাইলের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর হোসেনের বিরুদ্ধে কলেজছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের সত্যতা মিলেছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি গতকাল বৃহস্পতিবার কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক কর্তৃক তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহানা নাসরিন তদন্ত প্রতিবেদনে এ মন্তব্য করেছেন। তিনি উল্লেখ করেছেন, মনজুরের বিরুদ্ধে যৌন হয়রানি ও প্রতারণার অভিযোগ সম্পর্কে তাঁর পক্ষে জানা সম্ভব নয়।
বিজ্ঞাপন
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেনের বিরুদ্ধে ওই ছাত্রী যৌন হয়রানি ও প্রতারণার অভিযোগ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে। পরে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন শৃঙ্খলা অধিশাখা থেকে টাঙ্গাইলের জেলা প্রশাসককে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন পাঠানোর জন্য বলা হয়। জেলা প্রশাসক গত ১৪ মার্চ সোহানা নাসরিনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেন এবং মতামতসহ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
গত ৭ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ে অভিযোগকারী, মনজুর, গাড়িচালক বুলবুল মোল্লাসহ ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।