দুর্নীতির মামলায় বগুড়ার সংরক্ষিত মহিলা আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নূর আফরোজ বেগম জ্যোতির সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বগুড়া বিশেষ জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।
নূর আফরোজ বেগম জ্যোতি মহিলা দল বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি এবং শিবগঞ্জ এমএইচ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ। তাঁর বিরুদ্ধে ২৮ লাখ টাকার সম্পদ গোপন এবং অবৈধভাবে ৫৩ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০১৪ সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিজ্ঞাপন
বগুড়ায় দুদকের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে গতকাল আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।