পাবনার সুজানগরে বখাটের মারধরে এক স্কুলছাত্রী আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার সাতবাড়িয়ায় এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রী সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে স্কুল শেষে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। পথে সাতবাড়িয়া ডিগ্রি কলেজ গেটের সামনে পৌঁছালে পাশের শিকদারপাড়া গ্রামের ফারুক হোসেন মোল্লা ও সাতবাড়িয়া ইউপি সদস্য শাপলা খাতুনের ছেলে ফাহাদ হোসেন তাকে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করলে ফাহাদ প্রকাশ্যে রাস্তার ওপর তাকে উপর্যুপরি মারধর করে।