ভোলার লালমোহনে উপজেলার আসন্ন কালমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন স্বামী-স্ত্রী, ভাইসহ একই পরিবারের তিনজন। তাঁরা হলেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. আকতার হোসেন, তাঁর স্ত্রী রেহানা বেগম লাইজু ও আকতার হোসেনের ভাই মো. ইকবাল হোসেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ের দিন তাঁদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন