kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

মির্জাপুরে ইটখোলার ধোঁয়ায় ১০০ একর জমির ধান নষ্ট

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

২০ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কয়েকটি ইটখোলার কালো ধোঁয়ায় প্রায় ১০০ একর জমির ধান নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটেছে উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা, কদিম দেওহাটা, দেওহাটা মল্লিকপাড়া ও সারেংবাড়ি এলাকায়।

মঙ্গলবার সরেজমিন দেখা যায়, ওই সব এলাকায় ১৫-২০টি ইটখোলা রয়েছে। এসব ইটখোলার চিমনির কালো ধোঁয়ার কারণে পাশের ক্ষেতের ধানগাছের পাতা লালচে ও বিবর্ণ হয়ে গেছে।

বিজ্ঞাপন

ধানের ছড়া শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। পাশের ঢেঁড়স, ঝিঙ্গা, চালকুমড়া, শসা ও ডাঁটাসহ বিভিন্ন ধরনের সবজিও নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়া ইটখোলার ধোঁয়ার কারণে আশপাশের বাড়ির ফল গাছে ফল ধরে না। ধরলেও আবার ঝরে পড়ে এবং পচে নষ্ট হয় যায়।

ইটখোলাগুলো চালুর পর থেকেই জমির ফসল নষ্ট হতে শুরু করেছে বলে জানিয়েছেন কদিম দেওহাটা গ্রামের লাভলু মিয়া। তিনি জানান, ধান নষ্ট হওয়ায় এ বছর চাল কিনে খেতে হবে তাঁদের।সাতদিনের সেরা