টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কয়েকটি ইটখোলার কালো ধোঁয়ায় প্রায় ১০০ একর জমির ধান নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটেছে উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা, কদিম দেওহাটা, দেওহাটা মল্লিকপাড়া ও সারেংবাড়ি এলাকায়।
মঙ্গলবার সরেজমিন দেখা যায়, ওই সব এলাকায় ১৫-২০টি ইটখোলা রয়েছে। এসব ইটখোলার চিমনির কালো ধোঁয়ার কারণে পাশের ক্ষেতের ধানগাছের পাতা লালচে ও বিবর্ণ হয়ে গেছে।
বিজ্ঞাপন
ইটখোলাগুলো চালুর পর থেকেই জমির ফসল নষ্ট হতে শুরু করেছে বলে জানিয়েছেন কদিম দেওহাটা গ্রামের লাভলু মিয়া। তিনি জানান, ধান নষ্ট হওয়ায় এ বছর চাল কিনে খেতে হবে তাঁদের।