সহকারী নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে রেলপথ অবরোধ করেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় স্টেশনে আটকা পড়ে আন্ত নগর ট্রেন লালমনি এক্সপ্রেস। গতকাল বগুড়া স্টেশন চত্বরে। ছবি : কালের কণ্ঠ
গাইবান্ধার বোনারপাড়ায় রেলওয়ে প্রকৌশল বিভাগের এক কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে বগুড়ায় রেলপথ অবরোধ করা হয়েছে। রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীর ব্যানারে বগুড়া স্টেশনে রেললাইনের ওপর প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেন তাঁরা।
বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা জানান, গাইবান্ধার বোনারপাড়ায় রেলওয়ের উদ্যোগে সীমানাপ্রাচীর নির্মাণকাজ চলছে।
বিজ্ঞাপন