গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে এক শিক্ষার্থীর মা-বাবাকে জড়িয়ে অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগ উঠেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষা কর্মকর্তাকে তাড়া করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে হৈ-হুল্লোড় করে একদল শিক্ষার্থী। হৈ-হুল্লোড় বন্ধ করতে এক পর্যায়ে সুন্দরগঞ্জ আ. মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রকে মা-বাবা তুলে অকথ্য ভাষায় গালাগাল করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হাসান মণ্ডল। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে অনুষ্ঠানে যোগ দেওয়া শিক্ষার্থীরা। পরে অবস্থা বেগতিক দেখে অনুষ্ঠানস্থল থেকে দৌড়ে পালান তিনি। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে আশ্রয় নিলে তাঁকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা।