পাবনায় সড়ক দুর্ঘটনার মামলায় গ্রেপ্তার মমিন সরদার নামের এক বাসচালকের মুক্তি ও সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল বাইপাস মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, কোনো বাস-ট্রাকচালক ইচ্ছা করে দুর্ঘটনা ঘটান না। অথচ দুর্ঘটনা ঘটলেই সব দোষ চালকদের ওপর চাপিয়ে হত্যা মামলা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন