kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

সংক্ষিপ্ত

বাসচালকের মুক্তির দাবিতে বিক্ষোভ

পাবনা প্রতিনিধি   

২০ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাবনায় সড়ক দুর্ঘটনার মামলায় গ্রেপ্তার মমিন সরদার নামের এক বাসচালকের মুক্তি ও সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল বাইপাস মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, কোনো বাস-ট্রাকচালক ইচ্ছা করে দুর্ঘটনা ঘটান না। অথচ দুর্ঘটনা ঘটলেই সব দোষ চালকদের ওপর চাপিয়ে হত্যা মামলা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তাঁরা বলেন, অবিলম্বে গ্রেপ্তার মমিনকে মুক্তি দিতে হবে। সেই সঙ্গে বিতর্কিত পরিবহন আইন বাতিল করতে হবে। অন্যথায় দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।সাতদিনের সেরা