বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন স্টারশিফ ফ্যাক্টরির সামনের সড়কে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় অবস্থান করছিলেন এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী। ওই তরুণীকে রাতে একা পেয়ে টানাহেঁচড়া শুরু করেছিল পাঁচ বখাটে।
এমন দৃশ্য দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন একজন ট্রাকচালক। ফোন পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
বিজ্ঞাপন
পরে আটক বখাটেদের বিরুদ্ধে মামলা করেন ওই বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীর মা। সেই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. সোহেল (২২), শফিকুল ইসলাম (২২), জসিম উদ্দিন (৩৩), মো. সাদেক (১৮) ও ইসহাক মিয়া (১৮)।
ঘটনার বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, ‘বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার সময় একজন ট্রাকচালক বিষয়টি লক্ষ করেন। এরপর তিনি ৯৯৯-এ ফোন দেন। দ্রুত পুলিশ গিয়ে ওই পাঁচ বখাটেকে গ্রেপ্তার করে। ’
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান আরো বলেন, ‘সমাজের সচেতন মানুষগুলো এভাবে যদি পুলিশকে সহযোগিতা করে, তাহলে অপরাধ দমন আরো সহজ হবে। সেই সঙ্গে অপরাধের ঘটনাও কমে আসবে। তবে আপাতত নিরাপত্তার স্বার্থে ওই ট্রাকচালকের নাম প্রকাশ করা হচ্ছে না। ’